মেডিকেলে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা মেনে ফলাফল দেয়ার নির্দেশ

সংগৃহীত ছবি

মেডিকেলে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা মেনে ফলাফল দেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা মেনে ফলাফল দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ'র হাইকোর্ট বেঞ্চ আজ রুলসহ এ আদেশ দেন।

রিটকারীর আইনজীবী মুনতাসীর উদ্দিন আহমেদ বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দেওয়ার বিধান থাকলেও সেটি মানা হয় না।

আরও পড়ুন : ভাষার মাসের প্রথমদিনে বাংলায় রায় দিলেন হাইকোর্ট

তিনি জানান, এ নিয়ে মন্ত্রণালয়ে কয়েকবার চিঠি চালাচালি করেও কোন ফল না পেয়ে হাইকোর্টের রিট দায়ের করেন মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংগঠনের সভাপতি ওয়াহিদুল ইসলাম তুষার।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক