সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা নিজ বাসায় থেকেই সাজাভোগ করবেন

ইমরান খান ও বুশরা খান--এএফপি ফাইল ছবি।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা নিজ বাসায় থেকেই সাজাভোগ করবেন

অনলাইন ডেস্ক

গতকাল বুধবার ( ৩১ জানুয়ারি)  তোশাখানা দুর্নীতির  মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বুশরা বাসায় থেকেই সাজাভোগ করবেন। ইমরান ও বুশরার বাসভবনটি সাব–কারাগার হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান সরকার। সূত্র, এএফপি।

 
ইমরান খান ও বুশরার বাসাটি ইসলামাবাদের উপকন্ঠে অবস্থিত।  এই বাসা সুরক্ষিত। চারপাশে উঁচু দেয়াল রয়েছে।  
পাকিস্তান সরকার বলেছে, গতকালই বুশরা বিবিকে আদিয়ালা কারাগার থেকে ইসলামাবাদ উপকণ্ঠে তাঁর বাড়িতে স্থানান্তর করা হয়েছে।
এদিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে  রয়েছেন ইমরান খান ।
৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগেই ইমরান খান ও বুশরা বিবিকে কারাদণ্ড দেওয়া হলো।
২০১৮ সালে বুশরা বিবির সঙ্গে ইমরান খানের বিয়ে হয়। ইমরানের প্রথম স্ত্রী ছিলেন জেমিমা গোল্ডস্মিথ। তাঁর সঙ্গে বিচ্ছেদের পর ইমরান রেহাম নায়েরকে বিয়ে করেন। এক বছরের মধ্যে রেহামের সঙ্গে ইমরানের বিচ্ছেদ হয়।
ইমরানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি খুব কম জনসম্মুখে আসেন। তিনি নিজেকে আধ্যাত্ববাদী হিসেবে পরিচয় দেন।  

news24bd.tv/ডিডি