দলের কোচ ইয়ুর্গেন ক্লপ ছেড়ে যাচ্ছেন ক্লাব। তার আগে লিভারপুলে ক্লপের শেষ মৌসুমটি স্মরণীয় করে রাখতে প্রচেষ্টার কমতি রাখেনি লিভারপুল। চেলসিকে ৪-১ ব্যবধানে হারিয়ে টানা দুই ম্যাচের জয় নিশ্চিত করলো লিভারপুল।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) এই ম্যাচে চেলসিকে আরও বড় ব্যবধানে হারাতে পারত ক্লপের দল।
আরও পড়ুন: হালান্ডের ফেরার ম্যাচে আলভারেজের জোড়া গোল
এই জয় দিয়ে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থান বজায় রাখলো লিভারপুল। অন্যদিকে ২২ ম্যাচে ম্যানসিটির সমান পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় আর্সেনাল।
news24bd.tv/SC