গুরুদাসপুরে গার্লস গাইড অ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হচ্ছে - নিউজ টোয়েন্টিফোর

গুরুদাসপুরে গার্লস গাইড অ্যাসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, শীতবস্ত্র বিতরনের আগে চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অ্যাসোসিয়েশন এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার।

অনুষ্ঠানে উপজেলা গার্লস গাইড অ্যাসোসিয়েশন সভাপতি নিগার সুলতানা রেখা ও সম্পাদক ওয়ালিদা শাহরিয়ার বক্তব্য রাখেন।

পরে উপজেলার মাধ্যমিক স্তরের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৯ জন গার্ল গাইডের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানের পক্ষে সংশিষ্ট শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার গার্ল গাইডসদের পড়াশোনার পাশাপাশি দেশ প্রেমে উদ্বুদ্ধ হতে আহবান জানান।

তিনি তাদের আরও বিনয়ী, মিতব্যয়ী, সৃষ্টিশীল, আত্মনির্ভরশীল, শারীরিক ও মানসিক উন্নয়নসহ অন্যান্য মানবিক, শিক্ষা ও সেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের নির্দেশনা দেন।

news24bd.tv/SHS