যেভাবে বানাবেন মিল্ক চকোলেট টোস্ট

সংগৃহীত ছবি

যেভাবে বানাবেন মিল্ক চকোলেট টোস্ট

অনলাইন ডেস্ক

মিষ্টি খেতে কার না মন চায়। তবে সবসময় হয়তো বাসায় মিষ্টি থাকে না। অল্প সময়ে ঘরেই বানিয়ে ফেলুন মিল্ক চকোলেট টোস্ট। দেখে নিন রেসিপি- 

উপকরণ:

পাউরুটির স্লাইস: ২টি

চকোলেট সস্: ৪-৫ টেবিল চামচ

চিনি: ২ টেবিল চামচ

মাখন: ১ টেবিল চামচ

দুধ: আধ কাপ

প্রণালী:

একটি ফ্রাইং প্যানে মাখন গরম করে, তাতে দু’টি পাউরুটি লালচে করে সেঁকে নিন।

এবার দুধের মধ্যে সামান্য চিনি গুলে আলাদা করে রাখুন। এবার দু’টি পাউরুটির উপর ভাল করে চকোলেট সস্ মাখিয়ে নিন। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে চিনি মেশানো দুধ দিয়ে দিন প্যানে। পাউরুটি পুরো দুধ শুষে নিলে গ্যাস বন্ধ করে দিন।
একটি প্লেটে পাউরুটি রেখে তার উপরে আরও কিছুটা চকোলেট সস্ ছড়িয়ে দিন। গরম গরম খান চকোলেট মিল্ক টোস্ট।

news24bd.tv/TR