শোকাবহ আগস্ট মাসের ১৫ আগস্টের কালরাতে শেখ কামালকে হত্যার মধ্য দিয়ে হত্যাযজ্ঞের শুরু আর শেষ হয় শিশু শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে।
১৯৭৫ সালের শোকাবহ আগস্ট মাসের ১৪, ১৫ এবং ১৬ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে আহসান কবিরের লেখা বইটির নাম বাড়ি নম্বর ৬৭৭।
সকলেই বত্রিশ নাম্বার বলে সম্বোধন করলেও সেটি আসলে সড়ক নাম্বার। বইটিতে ১৪, ১৫ এবং ১৬ আগস্টের বিভিন্ন ঘটনা বর্ণনা করা হয়েছে।
১৪ আগস্ট দিবাগত রাতে নাইট প্যারেডের নামে বালুর মাঠে জড়ো হওয়া আব্দুর রব সেরনিয়াবাত, শেখ মনি এবং বঙ্গবন্ধুর বাড়িতে অপারেশন করে মোশতাকের ক্ষমতা দখল, শপথ গ্রহণ, শেষমেশ রক্ষীবাহিনীর কিছু করতে না পারা এবং নিহত বঙ্গবন্ধুসহ তার পুরো পরিবারের শহীদদের দাফন এই উপন্যাসের উপজীব্য।
বইটিতে সে সময়কার সেনাবাহিনীর অফিসারদের মনস্তাত্ত্বিক ভাবনা বা বিশ্লেষণের আভাস আছে। বইটি প্রকাশিত হবে অমর একুশে গ্রন্থমেলার প্রিয়মুখ প্রকাশনীর ব্যানারে।
এছাড়াও আহসান কবির আরও বেশকিছু বই লিখেছেন তারমধ্য জনপ্রিয় কয়েকটি বইয়ের নাম হল- টানবাজারের শেষ ছেলেটা আরেকটা, আলপিন ঝালপিন, রাজনীতির দেয়াল ক্যাসিনোর শেয়াল, পার্বতী ভালো চন্দ্রমূখী আরও ভালো।