শেষ পর্যন্ত সেনাপ্রধানকে পাল্টাচ্ছেন জেলেনস্কি !

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি। ছবি : সংগৃহীত

শেষ পর্যন্ত সেনাপ্রধানকে পাল্টাচ্ছেন জেলেনস্কি !

অনলাইন ডেস্ক

ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে বাদ দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গত বুধবার( ৩১ জানুয়ারি )  বিশেষ দুটি সূত্রের বরাতে এ খবর দিয়েছে সিএনএন।
তবে সেনাপ্রধানকে বহিষ্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জেলেনস্কির প্রশাসন। তাই জালুঝনিকে এখনো আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের সেনাপ্রধান হিসেবেই বিবেচনা করা হচ্ছে।


সিএনএন জানিয়েছে, গত সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ে সেনাপ্রধান জালুঝনির সঙ্গে বৈঠক করেছেন জেলেনস্কি। এই বৈঠকে তাকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করা হচ্ছে বলে জানিয়ে দেন প্রেসিডেন্ট। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে জালুঝনি এখনো সেনাপ্রধানের পদে রয়েছেন।
কিন্তু এখনই ঘোষণা না এলেও চলতি সপ্তাহের শেষের দিকে জেলেনস্কি প্রেসিডেনশিয়াল ডিক্রি জারি করতে পারেন।  
জালুঝনি ইউক্রেনের অন্যতম জনপ্রিয় নেতা। এমনকি জনমত জরিপে জেলেনস্কির চেয়েও এগিয়ে তিনি। গত ডিসেম্বরে কিয়েভ ইনস্টিটিউট অব সোসিওলজির প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৮৮ শতাংশ ইউক্রেনীয় নাগরিক জালুঝনিকে সমর্থন করেন। অন্যদিকে জেলেনস্কিকে সমর্থন করেন মাত্র ৬২ শতাংশ মানুষ। এমন পরিস্থিতিতে জেলেনেস্কির সিদ্ধান্ত কতোটা সঠিক এ নিয়ে ভাবছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।  

তবে জানা গেছে,  বিশেষ বৈঠকে শান্তভাবে জেলেনস্কি জালুঝনিকে সেনাবাহিনীর অন্য পদ গ্রহণের প্রস্তাব করেন। তবে জালুঝনি সেই প্রস্তাবে সায় দেননি। এ বিষয়ে কথা বলতে বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করে সিএনএন। তারাও কোনো মন্তব্য করেনি।

news24bd.tv/ডিডি