ভোরে মাঠে নামছে ব্রাজিল

ভোরে মাঠে নামছে ব্রাজিল

ভোরে মাঠে নামছে ব্রাজিল

অনলাইন ডেস্ক

হ্যাটট্রিক জয়ে প্যারিস অলিম্পিকের চূড়ান্ত বাছাইপর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। আর ভেনেজুয়েলায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। এবার জয়ের ধারা অব্যাহত রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে সেলেসাওরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোরে স্বাগতিক ভেনেজুয়েলার মুখোমুখি হচ্ছে ব্রাজিলের যুবারা।

এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে ভোর ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।

ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যকার ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। কেননা, তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে এখন সবার ধরাছোঁয়ার বাইরে সেলেসাওরা। ‘এ’ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই প্যারিস অলিম্পিকে যাচ্ছে র্যা মন মেনেজেসের শিষ্যরা।

অন্যদিকে ৩ ম্যাচে স্বাগতিক ভেনিজুয়েলার ৫ পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৮। তাই এই ম্যাচে সেলেসাওরা হারলেও বিপদের কোনো শঙ্কা নেই। তবে এই ম্যাচটি ভেনিজুয়েলার জন্য বাঁচামরার লড়াই। কারণ, এই ম্যাচে জয় পেলেই চূড়ান্ত বাছাইপর্বে জায়গা করে নেবে তারা।

প্রসঙ্গত, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়াকে ১-০ গোলে হারায় ব্রাজিল। কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের পর ইকুয়েডরের বিপক্ষে ২-১ গোলে জয় পায় তারা।

দুটি গ্রুপে কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক গ্রুপে পাঁচটি করে দল আছে। দুই গ্রুপ থেকে দুটি করে চারটি দল অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে সুযোগ পাবে। সেখান থেকে সেরা দুটি দল অলিম্পিকে জায়গা করে নেবে।

অলিম্পিক বাছাইয়ের চূড়ান্ত পর্বে ব্রাজিলের পাশাপাশি আর্জেন্টিনা ও প্যারাগুয়েও উঠেছে। ৪ দল নিয়ে হবে এই পর্ব। এখান থেকে সেরা দুটি দল প্যারিস অলিম্পিকে খেলবে।

news24bd.tv/aa

এই রকম আরও টপিক