কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

ফাইল ছবি

কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। নিহতের নাম মাধব কুমার। এ তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলা শহরের কলাহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোটরসাইকেল যোগে ঝিনাইদহ থেকে কালীগঞ্জ যাচ্ছিলেন ভেকু মেশিনের হেলপার উপজেলার বড়শিমলা গ্রামের মাধব কুমারসহ দুইজন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। সে সময় ট্রাকটি মাধব কুমারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হয় মোটরসাইকেলের অপর আরোহী মিকাইল হোসেন রাব্বী। তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

news24bd.tv/SHS