সিনেমাকে বিদায় বলে রাজনীতির ময়দানে থালাপতি বিজয়

তামিল অভিনেতা জোসেফ বিজয় - টুইটার

সিনেমাকে বিদায় বলে রাজনীতির ময়দানে থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক

অবশেষে সব জল্পনাকে সত্যি প্রমাণ করে রাজনীতিতে নামার ঘোষণা দিলেন বর্তমান সময়ে তামিল নাড়ুর সবচেয়ে জনপ্রিয় অভিনেতা জোসেফ বিজয়। ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন থালাপতি, যার অর্থ নেতা। সেই নামের যথার্থতা প্রমাণ করতেই ‘তামিরাগা ভেট্রি কারাগাম’ (টিভিকে) নামে রাজনৈতিক দলের প্রতিষ্ঠা করলেন তিনি।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতৃভাষায় লেখা এক বিবৃতিতে নিজের রাজনৈতিক দলের নাম প্রকাশ করেন বিজয়।

সেই বিবৃতিতে তিনি দিয়েছেন সিনেমা ছাড়ার ঘোষণা।

বিজয় জানিয়েছেন, ভেঙ্কট প্রভু পরিচালিত আসন্ন ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ এরপর আর একটি সিনেমা করবেন তিনি।  এরপর আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে না তাকে।

বিজয়ের অভিনীত মুক্তি পাওয়া সবশেষ সিনেমা ‘লিও’ বক্স অফিসে ছিল তুমুল সফল।

২০২৩ সালে তামিল নাড়ুর সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল এটি। বিগত কয়েক বছর ধরে তার প্রত্যেকটি সিনেমাই বক্স অফিসে দারুণ সফল। ক্যারিয়ারের এমন পিক টাইমে তার রাজনীতিতে নামা অনেককেই তাই অবাক করেছে।

news24bd.tv/SHS