ঠাকুরগাঁওয়ে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান - ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে হত্যাচেষ্টা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি

হত্যাচেষ্টা মামলায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত মঙ্গলবার ঠাকুরগাঁও আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই চেয়ারম্যানের আইনজীবি আনোয়ার হোসেন।

হাজতে প্রেরণ করা মতিউর রহমান রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান।

আইনজীবি আনোয়ার হোসেন বলেন, আসামির জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ১৫ জানুয়ারী ইউপি চেয়ারম্যান মতিউর রহমানকে আসামি করে মোট সাত জনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন রাণীশংকৈল উপজেলার গোগর মাঝাটোলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ রানা।

জামিনের জন্য আবারো আবেদন করা হবে বলেও জানান তিনি।

news24bd.tv/SHS