ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কেনিয়ায় নিহত ৩, আহত ২৮০

নাইরোবির ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন

ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কেনিয়ায় নিহত ৩, আহত ২৮০

অনলাইন ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ কেনিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৮০ জন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কেনিয়ার স্থানীয় সময় রাত সাড়ে ১১ টার দিকে রাজধানী শহর নাইরোবিতে এই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের কারণ তদন্তে অনুসন্ধান চলছে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এম্বাকাসি এলাকায় একটি অনিবন্ধিত গ্যাস ফিলিং স্টেশনে বিস্ফোরণটি ঘটেছে।  সরকারের মুখপাত্র আইজ্যাক মাইগুয়া মাওয়াউরা বলেছেন, বিস্ফোরণের পর আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ২৮০ জন আহত হলেও সময়ের সাথে সাথে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ল লোকালয়ে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিশাল একটি অগ্নিকুণ্ড এবং এর আশেপাশে দাউদাউ করে আগুন চলছে। এ ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নেভাতে ছুটে যায়।

২৫ বছর বয়সী অ্যালেক্স অনতিতা জানান, তিনি তার চাচা-চাচীর সাথে দুর্ঘটনা কবলিত স্থানে থাকতেন। কিন্তু আগুনে সব শেষ হয়ে গেছে। এখন তার থাকার কোনো নির্দিষ্ট জায়গা রইলো না।

news24bd.tv/SC