ভারত-পাকিস্তানি খাবারের নতুন মেন্যু নিয়ে হাজির হোটেল সারিনার অমৃত রেস্তোরাঁ

ভারত-পাকিস্তানি খাবারের নতুন মেন্যু নিয়ে এসেছে হোটেল সারিনার অমৃত রেস্তোরাঁ

ভারত-পাকিস্তানি খাবারের নতুন মেন্যু নিয়ে হাজির হোটেল সারিনার অমৃত রেস্তোরাঁ

অনলাইন ডেস্ক

রাজধানীর হোটেল সারিনায় ভারত ও পাকিস্তানি খাবার নিয়ে অমৃত রেস্তোরাঁ নতুন মেন্যু উন্মোচন করেছে। কাবাব থেকে শুরু করে বিভিন্ন স্বাদের সব কিছু্র দেখা মিলবে এখানে।

বুধবার (৩১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে নতুন মেন্যু উন্মোচন করা হয়। এ সময় ছিলেন হোটেল সারিনার অপারেশন্স ম্যানেজার জেসন সালগাদো, ফুড এন্ড বেভারেজ ম্যানেজার রাকিব হোসাইন ও সিনিয়র এক্সিকিউটিভ শেফ মোকাম সিংহ।

সংবাদ সম্মেলনের শুরুতে জেসন সালগাডো তার বক্তব্যে অমৃত রেস্টুরেন্টের সূচনা সম্পর্কে জানান। এ সময় তিনি সারিনার নতুন সিনিয়র এক্সিকিউটিভ শেফ মোকাম সিংহকে পরিচয় করিয়ে দেন।

মোকাম সিং জানান, ২০০৩ সাল থেকে সারিনার পথচলা। ২০০৭ থেকে অমৃত রেস্তোরাঁ নানা স্বাদের জাদুতে দেশি-বিদেশি অতিথিদের মন জয় করে আসছে।

এবারের এই মেন্যুটিও আশা করা যায় অতিথিরা পছন্দ করবেন। ভারতীয়-পাকিস্তানি সুপরিচিত নানা স্বাদের খাবারকে গুরুত্ব দিয়ে তাই অমৃতের এই নতুন মেন্যু। সবশেষে বক্তব্য দেন রাকিব হোসাইন। তিনিও রেস্টুরেন্টটির অপারেশন এবং অত্যাধুনিক সার্ভিসগুলোর নিয়ে আলোচনা করেন।

news24bd.tv/SC