ইসরায়েলি বিমান হামলায় ইরানের আরও এক উপদেষ্টা নিহত

ইসরায়েলি বিমান হামলায় ইরানের আরও এক উপদেষ্টা নিহত

অনলাইন ডেস্ক

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আরও এক উপদেষ্টা নিহত হয়েছেন। তার নাম সায়িদ আলিদদি।

ইসরায়েলি জঙ্গিবিমানগুলো সাইয়েদা জেইনাব থেকে সামান্য দূরত্বে বিমানবন্দর সড়কে এ হামলা চালায়।

ওই হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) উপদেষ্টা সায়িদ আলিদদি নিহত প্রসঙ্গে সিরিয়ার সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছে।

এতে বলা হয়েছে, আজ (শুক্রবার) সকালে ইসরায়েলি যোদ্ধারা অধিকৃত গোলানের আকাশ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দামেস্ক শহরের দক্ষিণের কয়েকটি পয়েন্টে তারা হামলা চালায়। ওই হামলায় দামেস্কের দক্ষিণে সাইয়েদা জেইনাব এলাকার কাছে আকরাবাহ শহরে থাকা সায়িদ আলিদদি নিহত হন।

তবে ইরানি ও সিরিয়ার সূত্রগুলো হামলাটি ইসরায়েল চালিয়েছে দাবি করলেও এর পেছনে কারা ছিল সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই।

আগের দিন, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা, সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছিল, দেশটির সেনাবাহিনী দক্ষিণ দামেস্কের গোলান হাইটস থেকে ছোঁড়া বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক