গুপ্তচর সন্দেহে আট মাস জেল খেটে মুক্তি পেল কবুতর

চীনের গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত, এমন সন্দেহে একটি বন্দর থেকে পাখিটি আটক করেছিল মুম্বাই পুলিশ। ছবি: সংগৃহীত

গুপ্তচর সন্দেহে আট মাস জেল খেটে মুক্তি পেল কবুতর

অনলাইন ডেস্ক

ভারতে আট মাস পুলিশি হেফাজতে থাকার পর একটি কবুতর মুক্তি পেয়েছে। চীনের গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত, এমন সন্দেহে একটি বন্দর থেকে পাখিটি আটক করেছিল মুম্বাই পুলিশ। খবর গার্ডিয়ানের।

বৃহস্পতিবার ‘পিপল ফর দি ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস’ (পিইটিএ) নামে একটি ভারতীয় সংগঠনের হস্তক্ষেপে কবুতরটিকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্তি দেওয়ার পর এটি উড়ে গেছে।

পুলিশি তদন্ত চলাকালে কবুতরটিকে মুম্বাই শহরের একটি হাসপাতালে নিরাপত্তাবেষ্টিত খাঁচায় রাখা হয়েছিল।

আরও পড়ুন: পদত্যাগের পরপরই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেপ্তার

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যখন কবুতরটিকে আটক করা হয়, তখন তার পাখার সঙ্গে চীনা ভাষা-সদৃশ বার্তা লেখা ছিল। এতে পুলিশ পাখিটির বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে।

তবে চূড়ান্ত তদন্ত শেষে পুলিশ ওই অভিযোগ প্রত্যাহার করে।

এর আগে ২০১৬ সালে পাকিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে একটি কবুতর আটক করেছিলেন ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। ওই পাখির শরীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হুমকি-সংবলিত একটি চিরকুট পাওয়া গিয়েছিল।

এর আগে ২০১০ সালে একই অঞ্চলে পায়ে পাকিস্তানি ফোন নম্বর-সংবলিত রিং পরা অবস্থায় একটি কবুতর আটক করা হয়েছিল।

news24bd.tv/DHL