বাইডেন-হ্যারিস প্রচারণায় হিজাব পরা নারীরা যেতে পারবে না 

কমলা হ্যারিস সেই প্রচারণায়--দ্য নিউ আরব ফাইল ছবি।

নেভাদা

বাইডেন-হ্যারিস প্রচারণায় হিজাব পরা নারীরা যেতে পারবে না 

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নেভাদায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় এখন ব্যস্ত ডেমোক্রেটিক ও রিপাবলিকানরা। গত বৃহস্পতিবার নেভাদায় বাইডেন ও হ্যারিসের প্রচারণার সময় সেখানে  হিজাব পরা দুই নারী প্রবেশ করতে চাইলে তাদের ঢুকতে দেওয়া হয়নি। অথচ দুই হিজাব পরা নারীই বাইডেনের সমর্থক। সূত্র, দ্য নিউ আরব ও আল জাজিরা।


এ ঘটনার একটি ভিডিও টেপ যুক্তরাষ্ট্রে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এতে দেখা যায়, হিজাব পরিহিত দুই নারী ওই অনুষ্ঠানে প্রবেশের সময় বাধা দেওয়া হয়।  
ভিডিওতে দেখা যায়,  হিজাব পরিহিত ওই দুই নারীর একজন  জিজ্ঞেস করেন, আমন্ত্রণ থাকা সত্ত্বেও কেনো আমাদের অনুষ্ঠানে যেতে দিচ্ছেন না? হিজাব থাকার কারণে প্রবেশ করতে না দেওয়াটা বর্ণবাদী আচরণ। কিন্তু বাধাদানকারী ‘দুঃখিত’ শব্দটি উচ্চারণ করেন মাত্র।
 

 এ ঘটনার পর বাইডেন প্রশাসনের এক সদস্য আম্মার মুসা বলেন, ওই দুই নারী গাজায় মুসলিমদের সমর্থনে এর আগে বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছেন। তাই তাদের অনুষ্ঠানে ঢুকতে দেওয়া হয়নি।  

আরও পড়ুন:Women wearing hijabs rejected from Nevada's Biden-Harris campaign event

আমেরিকান-ইসলামিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের সরকারি বিষয়ক পরিচালক রবার্ট ম্যাকক দ্য নিউ আরবকে বলেন, যদি সেটাই হয়ে থাকে, তাহলে কেন তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগে বলা হয়নি?  

 news24bd.tv/ডিডি