ইরাক–সিরিয়ায় হামলা নিয়ে বাইডেন ও কারবির কথার সুর একই

বাইডেন ও কারবি-ফক্স নিউজ ফাইল ছবি।

ইরাক–সিরিয়ায় হামলা নিয়ে বাইডেন ও কারবির কথার সুর একই

অনলাইন ডেস্ক

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ১৮ জন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ারের পর্যবেক্ষক দলের এ দাবি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছিলেন, জর্ডানে মার্কিন সেনাঘাঁটিতে হামলার জবাবে ইরাক ও সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর স্থাপনাগুলোতে সামরিক হামলা চালানো হবে। এরই প্রেক্ষিতে এ হামলা ।

প্রতিশোধমূলক এমন হামলা অব্যাহত থাকবে বলে বাইডেন বলেছেন। শুক্রবার ( ২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বাইডেন এসব কথা বলেন। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক ও সিরিয়ার ভূখণ্ডে গতকাল শুক্রবার বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ১৮

বিশ্বের কোথাও যুক্তরাষ্ট্র সংঘাত চায় না।

কিন্তু যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চাইবে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান বাইডেন। সূত্র, ফক্স নিউজ। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেন, ইরাক বা সিরিয়ার সঙ্গে যুদ্ধ বাধুক, এটি যুক্তরাষ্ট্র চায় না। কিন্তু কেউ হামলা করলে পাল্টা জবাব দেওয়া হবে। বিমান হামলায় ৩০ মিনিট সময় লেগেছে। যুক্তরাষ্ট্র থেকে উড়ে যাওয়া বি-১ বোমারু বিমানও হামলায় অংশ নিয়েছিল। এতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা নির্ধারণে কাজ চলছে বলে উল্লেখ করেন কারবি।
যুক্তরাষ্ট্রের এ সামরিক পদক্ষেপের নিন্দা জানিয়েছে ইরাক। একে দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
news24bd.tv/ডিডি

 

এই রকম আরও টপিক