সাংবাদিক শিমুল হত্যার দ্রুত বিচার সম্পন্নের দাবি

প্রেসক্লাব চত্বরে শিমুলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন এমপি চয়ন ইসলামসহ তার স্ত্রী-সন্তান ও সহকর্মীরা - নিউজ টোয়েন্টিফোর

সাংবাদিক শিমুল হত্যার দ্রুত বিচার সম্পন্নের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের সমকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্নের দাবি জানিয়েছেন স্ত্রী, ছেলে-মেয়ে ও স্বজন-সহকর্মীরা।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিক শিমুল হত্যার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ দাবি জানানো হয়।

শাহজাদপুর প্রেসক্লাব হলরুমে আয়োজিত স্মরণসভায় শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদ লাভলু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ, সাংবাদিক আমিনুল ইসলাম খান রানা, সুলতানা ইয়াসমিন মিলি, সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের স্ত্রী বেগম নুরুন্নাহার খাতুন, মামা হাজী আব্দুল মজিদ, ছেলে আল নোমান নাজ্জাশি সাদিক ও তামান্না-ই-ফাতেমা প্রমুখ। স্মরণসভায় উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

স্মরণসভায় সংসদ সদস্য চয়ন ইসলাম বলেন, সাত বছর আগে প্রকাশ্যে দিবালোকে একজন সাংবাদিককে খুন করা হয়েছে। অথচ তার বিচার এখনো হয়নি। শিমুল আমাদের ছেলে, তার বিচার বর্তমান সরকারের আমলে অবশ্যই হতে হবে।

তিনি বিচার পরিচালনায় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, এখন থেকে বাদীর আর দায়িত্ব নেই।

শিমুলের স্ত্রী-সস্তান ও স্বজনরা যেন জীবদ্দশায় বিচার দেখে যেতে পারেন, সে চেষ্টা আমি করবো।

এর আগে, প্রেসক্লাব চত্বরে শিমুলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন এমপি চয়ন ইসলামসহ তার স্ত্রী-সন্তান ও সহকর্মীরা। এছাড়া সকালে শহর থেকে শোকর‍্যালি বের করা হয়।  

অন্যদিকে, পরিবারের স্বজনরা শুক্রবার জুমা নামাজের পর শিমুলের গ্রামের বাড়ি পোতাজিয়া ইউনিয়ের মাদলা গ্রামে দোয়া মহাফিলের আয়োজন করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি বিজয় মাহমুদকে মারধর করে হাত-পা ভেঙে দেয়ার ঘটনায় শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র হালিমুল হক মিরুর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল পৌর মেয়র মিরুর শর্টগানের গুলিতে আহত হয়।

প্রথমে শাহজাদপুর পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা নেবার পথে সাংবাদিক শিমুল মারা যান। এ ঘটনায় স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে পৌর মেয়র হালিমুল হক মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। বর্তমানে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

news24bd.tv/SHS