পাকিস্তানের বিপক্ষে কত বলে জিতলে সেমিতে খেলবে বাংলাদেশ?

বর্ষণর বলে বোল্ড হন পাকিস্তানের সামিউল হুসাইন - ইএসপিএনক্রিকইনফো

পাকিস্তানের বিপক্ষে কত বলে জিতলে সেমিতে খেলবে বাংলাদেশ?

অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার রাস্তা সহজ করে ফেলল বাংলাদেশের যুবারা। সুপার সিক্সে নেপালকে উড়িয়ে দেওয়ার পর আজ বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানকে মাত্র ১৫৫ রানেই বেঁধে ফেলেছে মাহফুজুর রহমান রাব্বীর দল। এই রান ৩৮.১ ওভার বা ২২৯ বলেই ছুঁয়ে ফেলতে পারলে পাকিস্তানকে টপকে শেষ চারে উঠবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।  

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বেনোনির উইলোমুর পার্কে ‘মাস্ট উইন’ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ।

শুধু জয় নয়, নেট রানরেটের হিসাব মেলাতে বাংলাদেশকে মেলাতে হতো অনেক হিসাব। তবে পাকিস্তানকে অল্প রানেই আটকে ফেলে সেই সমীকরণ সহজ করে ফেলল যুবারা।

আরও পড়ুন: টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা, দেখে নিন দুই দলের একাদশ

অথচ টসে জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান এগোচ্ছিল বড় সংগ্রহের পথেই। উদ্বোধনী জুটিতেই দলটি তুলে ফেলে ৩৭ রান।

কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৫৫ রানেই গুটিয়ে যায় দলটির রানের চাকা। সর্বোচ্চ ৩৪ রান আসে আরাফাত মিনহাসের ব্যাট থেকে। ২৬ রান করেন শাহজাইব খান।

আরও পড়ুন: বাঁচা-মরার ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি জুনিয়র টাইগাররা

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন রোহানাত দৌল্লাহ বর্ষণ এবং শেখ পারভেজ জীবন। বর্ষণ ৮ ওভারে মাত্র ২৪ রান খরচ করে নেন ৪ উইকেট। ৪ উইকেট নিয়েছেন জীবনও। তবে তিনি ছিলেন আরও কিপটে। ১০ ওভারে মাত্র ২৪ রান খরচ করেন তিনি। ২৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন অধিনায়ক রাব্বী।

news24bd.tv/SHS