রূপগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল পেল বেদে পল্লীর শতাধিক শীতার্ত পরিবার

রূপগঞ্জের বেদে পল্লীর শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ - নিউজ টোয়েন্টিফোর

রূপগঞ্জে বসুন্ধরা শুভসংঘের কম্বল পেল বেদে পল্লীর শতাধিক শীতার্ত পরিবার

রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা শুভসংঘ গোলাকান্দাইল শাখার (রূপগঞ্জ) উদ্যোগে বেদে পল্লীর শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে আমলাবো এলাকায় বেদে পল্লীর শতাধিক শীতার্ত পরিবারকে এ কম্বল দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক ও কালের কন্ঠ রূপগঞ্জ প্রতিনিধি এস এম শাহাদাত, শুভসংঘ রূপগঞ্জ শাখার সদস্য নুর আলম মিয়া, তুহিন মিয়া, মাকসুদুল তুষার, জসিম উদ্দিন, সাংবাদিক আলআমিন, শাহেল মাহমুদ, রবিউল ইসলাম, বেদে সরদার রোমান মিয়া, মুনসুর সরদার, সাগর সরদার প্রমুখ।

বেদে সরদার রোমান মিয়া বলেন, বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ শাখার উদ্যোগে বেদে পল্লীর দরিদ্র শীতার্ত মানুষদের শীতের কম্বল দেওয়া হয়েছে।

এতে দরিদ্র মানুষের কষ্ট লাঘব হবে। শুভসংঘের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।

বেদে সরদার মুনসুর মিয়া বলেন, বসুন্ধরা গ্রুপের শুভসংঘ যেভাবে দরিদ্র জনগোষ্ঠীর সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, এভাবে প্রত্যেকটি বিত্তবান মানুষ যদি আমাদের জন্য কাজ করে, তাহলে সমাজে আমাদের দরিদ্র লোক কষ্টে থাকবে না।

কম্বল পাওয়া বেদে পল্লীর বৃদ্ধারা আমেনা খাতুন বলেন, প্রাণ খুলে দোয়া করি বসুন্ধরা গ্রুপের শুভসংঘের পরিবারের জন্য।

আরেক বৃদ্ধা রাহিমা বেগম বলেন, ‘কী যে শীত বাবারা, বুঝাতে পারব না। কেউ তো কিছু দেয় না। জীবনটাও শেষের পথে। বসুন্ধরা শুভসংঘের এই কম্বলডা দিয়ে এই শীতটা পার করুম।

বেদের পল্লীর সরদার সাগর জানান, আপনারা আমার বস্তির লোকদের শীত বারণের জন্য কম্বল দিয়েছেন। আমাদের খোঁজখবর তো কেহ লয় না।

বেদের পল্লীর বাসিন্দা বৃদ্ধা আকলিমা বলেন, ‘আমারা নতুন কম্বল পেলম, তাতে আমি ভারী খুশি। ’ বেদে পল্লীর সালেহা বলেন, ‘আমার পরিবার কম্বল পেল, শীতটা তো দূর করার পারুম। ’ বিধবা মিলিবানু বলেন, ‘তীব্র শীতে কম্বলটা খুব উপকারে আসবে। আশীর্বাদ করি বসুন্ধরা শুভসংঘের পরিবারকে তারা আরো বড় হোক। ’

news24bd.tv/SHS