নেতাদের টোকেন বাণিজ্য বন্ধে পল্লবীতে অটো চালকদের বিক্ষোভ

নেতাদের টোকেন বাণিজ্য বন্ধে পল্লবীতে অটো চালকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে অটোরিকশার টোকেন বাণিজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চালকরা। শনিবার বিকেলে রাজধানীর মিরপুরের ১১ নম্বর টেম্পোস্ট্যান্ড থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল।

এদিনের মিছিলে প্রায় হাজার খানেক অটোরিকশা চালক টোকেন বাণিজ্যের প্রতিবাদে অংশ নেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ভাঙিয়ে অটো মালিকদের কাছ থেকে প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনৈতিক নেতারা টোকেন বাণিজ্য চালিয়ে আসছে। আর এই টোকেন বাণিজ্যকে কেন্দ্র করে প্রায়শ চালকদের সাথে চাঁদাবাজদের সাথে মারামারির ঘটনাও ঘটছে। তাই অবিলম্বে টোকেন সিস্টেম বন্ধে থানা পুলিশের সহযোগিতা চাইলেন অটো চালকরা।

news24bd.tv/FA