হিলি স্থলবন্দর দিয়ে আবারো শুরু আলু আমদানি

ভারতীয় আলু বোঝাই ট্রাক - নিউজ টোয়েন্টিফোর

হিলি স্থলবন্দর দিয়ে আবারো শুরু আলু আমদানি

দিনাজপুর প্রতিনিধি

দেশের আলুর দাম নিয়ন্ত্রণে আনতে আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে।

আজ শনিবার দুপুরে ভারতীয় আলু বোঝাই চারটি ট্রাকে এই বন্দর দিয়ে দ্বিতীয়বারের মতো আমদানি করা হয়েছে ১০০ মেট্রিক টন আলু।

সংশ্লিষ্টরা জানান, প্রতি মেট্রিক টন আলুর আমদানি মূল্য পড়েছে ১৫৫ মার্কিন ডলার।

হিলি স্থলবন্দর দিয়ে ৫২ জন আমদানিকারক প্রায় ৩২ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন।

ভারতীয় আলু প্রতি কেজি ২০ টাকার নিচে বিক্রি করা হবে বলে জানায় আমদানিকারকরা।

অপর দিকে, আলু আমদানির খবরে হিলি ও আশপাশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। শেষবারের মতো এই স্থলবন্দর দিয়ে ১৪ ডিসেম্বর আলু আমদানি করা হয়েছে।

হিলি পানামা পোর্টের গনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv/SHS