নারী মেম্বারের দেয়া খিচুড়ি খেয়ে অসুস্থ কয়েকশো গ্রামবাসী

প্রতীকী ছবি

নারী মেম্বারের দেয়া খিচুড়ি খেয়ে অসুস্থ কয়েকশো গ্রামবাসী

অনলাইন ডেস্ক

মসজিদে নামাজের পর বিতরণ করা খিচুড়ি খেয়ে পাঁচ শতাধিক নারী-পুরুষ জ্বর, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে।

নরসিংদীর মনোহরদীতে গতকাল শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। মনোহরদীর খিদিরপুর ইউনিয়নের পশ্চিম রামপুর, পূর্ব রামপুর, জীবকায়া, চরসাগরদী, তাতারকান্দা, কানারাবাড়ী, নূর আহমদপুর, পাড়াতলা এলাকায় জুমার নামাজের পর মসজিদে বিতরণ করা খিচুড়ি খেয়ে তাঁরা অসুস্থ হন বলে জানা গেছে।  

স্থানীয়দের অভিযোগে জানা গেছে, এদিন খিদিরপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সেলিনা বেগম বিভিন্ন গ্রামের প্রায় ১৬টি মসজিদের মুসল্লিদের মাঝে খিচুড়ি বিতরণ করেন।

প্যাকেট করা এসব খিচুড়ি অধিকাংশ মুসল্লিরা বাড়িতে নিয়ে যান।

তাদের অভিযোগ, খিচুড়ি খেয়েছেন তাদের অধিকাংশই জ্বর, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হন। অসুস্থ হয়ে পড়েন শিশুসহ প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থদের অনেকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জানতে চাইলে ইউপি সদস্য সেলিনা বেগম বলেন, ‘আমার মানত ছিল নির্বাচনী এলাকার সব মসজিদের মুসল্লিদের খিচুড়ি খাওয়ানোর। সেজন্য বাবুর্চি দিয়ে নিজ বাড়িতে রান্না করে এসব খাবার বিতরণ করা হয়। অসুস্থ হওয়ার খবর পেয়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কেন এমন হলো সেটা বুঝতে পারছি না।

এ বিষয়ে খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব জানান, ‘খিচুড়ি খাওয়ার পর গ্রামের শিশুসহ অনেক নারী-পুরুষ অসুস্থ হওয়ার খবর পেয়েছি। তাদেরকে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ’

খিচুড়ি খেয়ে অসুস্থ হওয়ার বিষয়ে জানতে চাইলে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, খিচুড়ি খেয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। খাদ্যে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েছিল। তবে এখন তারা সবাই ঝুঁকিমুক্ত।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক