বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে 

আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন লাখো ধর্মপ্রাণ মুসল্লি - সংগৃহীত

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে 

অনলাইন ডেস্ক

টঙ্গীর তুরাগতীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত। আজ রোববার সকাল ৯টার পর শুরু হয় মোনাজাত পর্ব।  এই মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের (শুরায়ে নিজাম বা জুবায়েরপন্থী) ইজতেমা।

আখেরি মোনাজাত পরিচালনা করছেন বিশ্ব ইজতেমার বাংলাদেশের শীর্ষ মুরব্বি ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. জোবায়ের।

আজ রোববার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর কিছু সময় নসিহতমূলক কথা বলেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

বিশ্ব ইজতেমায় অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি এসেছেন ইজতেমা ময়দানে।

সকাল থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ঢাকা ও এর আশাপাশের এলাকা থেকে হাজার হাজার মানুষ ছুটে এসেছেন তুরাগ তীরের উদ্দেশ্যে।

অনেকে মূল মাঠে যেতে না পারলেও যে যেখান থেকে পারছেন দাঁড়িয়ে বা বসে মোনাজাতে অংশ নিয়েছেন। দু-হাত তুলে ফরিয়াদ করছেন মহান রাব্বুল আলামিনের দরবারে।

এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে বন্ধ রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

news24bd.tv/SHS