নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করলেও পাশে থাকবে যুক্তরাষ্ট্র: পরিবেশমন্ত্রী

নির্বাচন নিয়ে দ্বিমত পোষণ করলেও পাশে থাকবে যুক্তরাষ্ট্র: পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, এবং সুষ্ঠু হয়নি তা স্বত্বেও বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে আগামীতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র।

রোববার (৪ ফেব্রুয়ারি) বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এসব জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এরপর গণমাধ্যমে সাংবাদিকদের ব্রিফ করেন পরিবেশমন্ত্রী।

সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, অনেক ইস্যুতে দুই দেশের ভিন্নমত থাকতেই পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই।

কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আগের মতই এগিয়ে যাবে। তারা পরিবেশ, জলবায়ু উন্নয়ন নিয়ে সহযোগী হয়ে বাংলাদেশের পাশে আছে।

news24bd.tv/FA