সাপের কামড় খেয়ে নিজের মন্ত্র ফুঁকেও বাঁচতে পারলেন না সাপুড়ে 

সাপের কামড়ে মৃত সাপুড়ে তরিকুল ইসলাম - ফাইল ফটো

সাপের কামড় খেয়ে নিজের মন্ত্র ফুঁকেও বাঁচতে পারলেন না সাপুড়ে 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সাপের কামড়ে তরিকুল ইসলাম ওরফে তুফান (৩০) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে সদর উপজেলার কোলা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে কোলা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, তরিকুল ইসলাম ওরফে তুফান শখের বসে গোখরা সাপ নিয়ে বিভিন্ন সময় খেলাধুলা করতো এবং মানুষকে খেলা দেখাতে। তিনি সাপ ধরে নিজের সংগ্রহে রাখতো, অনেক সময় পকেটেও সাপ নিয়ে ঘুরতো। শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে থাকা সাপ নিয়ে খেলতে গিয়ে তিনি কামড় খান।

এরপর নিজের জানা মন্ত্র পড়ে ফুঁক দিয়ে কাজ না হলে তিনি বিষয়টি পরিবারকে জানায়।

পরে তাকে সদর উপজেলার ডাকবাংলা এলাকায় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই ওঝার ঝাড় ফুঁকে বিষ না নামলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

এলাকাবাসী আরও জানায়, তাকে যে সাপে কামড় দিয়েছে, সেই সাপ নেপাল থেকে কিনে আনা হয়েছে। সাপটি সঙ্গে নিয়ে সেসব সময় ঘুরতো বলেও জানা যায়।

news24bd.tv/SHS 

এই রকম আরও টপিক