মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ২ বাংলাদেশি আহত

সংগৃহীত ছবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ২ বাংলাদেশি আহত

অনলাইন ডেস্ক

মিয়ানমারের অভ্যন্তর থেকে ছোঁড়া গুলি ও মর্টার শেলের আঘাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তে দুই বাংলাদেশি আহত হয়েছেন। এসময় জান্তা বাহিনীর ছোঁড়া গুলির শিষা ও রকেট লঞ্চার বান্দরবানের উড়ে এসে পড়ে।

রোববার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত থেকে সকাল পর্যন্ত এ ঘটনা ঘটে।  জানা গেছে এদের মধ্যে আহত একজন প্রবীর ধর (৫৮)।

তিনি তমব্রু ক্যাম্প এলাকার বাসিন্দা যুধিষ্ঠির ধরের ছেলে। ঘুমধুম-তুমব্রু এলাকায় বসত বাড়িতে এসব এসে পড়ছে। আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, সকাল ৮টা থেকে ব্যাপক গোলাগুলির শব্দ হচ্ছে।

অনেক ভয় হচ্ছে, কখন কোন সময় কী হয়, তা আমরা বুঝতে পারছেন না তারা। পাশের এলাকার এক ঘরের চালের উপর বিস্ফোরিত রকেট লন্সার এসে পড়েছে শুনেছি। অনেকের উঠানে গুলিও এসে পড়ছে। এ ঘটনায় ঘরের বাহিরে যেতেও ভয় হচ্ছে।

গণমাধ্যমে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ভোর থেকে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি হচ্ছে। এতে বিকট শব্দে কেপে উঠছে, ঘুমধুম-তুমব্রু সীমান্তবর্তী এলাকা। এলাকাবাসীদেরকে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার জন্য বলা হয়েছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক