সীমান্তে পরিস্থিতি অস্থিতিশীল করলে বাংলাদেশ ছাড় দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

সীমান্তে পরিস্থিতি অস্থিতিশীল করলে বাংলাদেশ ছাড় দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমারের বিজিপির ১৪ জন আত্মরক্ষার জন্য বাংলাদেশের সহায়তা চেয়েছে। তার আর্মস সারেন্ডার করে আশ্রয় নিয়েছে।

মন্ত্রী জানান, মিয়ানমার সংকট লেগেই আছে। আরাকান আর্মির সাথে মিয়ানমার আর্মির যুদ্ধ চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের সাথে চলমান সংকটের বিষয়ে যোগাযোগ করেছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাংলাদেশ যুদ্ধ চায় না। তবে সীমান্তে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে বাংলাদেশও ছাড় দিবো না।

আরও পড়ুন: মিয়ানমারের ১৪ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

তিনি বলেন, কাউকে ঢুকতে দেয়া হবে না। কেউ ঢোকার চেষ্টা করলে আটক করে ফেরত পাঠানো হবে। মিয়ানমারের এখন যে পরিস্থিতি তা চলতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বাধাগ্রস্ত হবে। তবে এক্ষেত্রে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে।

news24bd.tv/FA