জমি নিয়ে বিরোধের জেরে নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

(ছবি: নড়াইল প্রতিনিধি)

জমি নিয়ে বিরোধের জেরে নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

নড়াইলে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ হারিয়েছেন ইসরাফিল মোল্যা নামের এক কৃষক। এই ঘটনায় আহত হয়েছে দুইজন।

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের ধরতে চেষ্টা চলছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সে করে অপহরণের চেষ্টা, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার ৬

স্থানীয়রা এবং পুলিশ জানায়, চাঁচুড়ি বিলের ১৫ একর আয়তনের একটি মাছের ঘেরের মালিকারা নিয়ে কৃষ্ণপুর গ্রামের প্রিন্স ফকির ও গোলাম মোস্তফা নিপুর মধ্যে বিরোধ চলছিল। গোলাম মোস্তফা নিপুর ভোগ-দখলকৃত সেই ঘেরের জমিতে তার চাচা ইসরাফিল মোল্যাসহ ৩ জন বোরো ধান লাগাতে গেলে হামলার শিকার হন। এ সময় প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে ইসরাফিল মোল্যাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুত্বর জখম করে ফেলে রেখে যায়। আহত করে অন্য দুইজনকে।

তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ইসরাফিল মোল্যার মৃত্যু হয়।

ইসরাফিল মোল্যা কৃষ্ণপুর গ্রামের হকা মোল্যার ছেলে। তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয় সদর হাসপাতালে। এ ঘটনায় জড়িতদের ধরে চেষ্টা চলছে বলে জানিয়েছে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শামিম উদ্দিন।

news24bd.tv/SC 

এই রকম আরও টপিক