জায়নামাজে পবিত্র কাবা-মদিনা শরীফ ও আল আকসা ব্যবহার বন্ধে রিট

জায়নামাজে পবিত্র কাবা-মদিনা শরীফ ও আল আকসা ব্যবহার বন্ধে রিট

অনলাইন ডেস্ক

পবিত্র কাবা শরীফ, মদিনা শরীফ ও আল আকসা মসজিদসহ অন্যান্য পবিত্র স্থানের ছবি/প্রতিকৃতি সম্বলিত জায়নামাজ উৎপাদন ও আমদানি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সেই সঙ্গে এসব ছবি সংবলিত জায়নামাজ তৈরি ও আমদানি করা সংক্রান্ত বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনে বিবাদী করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ও শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) রিটকারী আইনজীবী শেখ ওমর শরীফ বলেন, জায়নামাজে পবিত্র কাবা শরীফ, মদিনা শরীফ ও আল আকসা মসজিদসহ অন্যান্য পবিত্র স্থানের ছবি/প্রতিকৃতি ব্যবহার করলে তা পদদলিত হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়। তাই এই ধরনের ছবিযুক্ত জায়নামাজের বিক্রয়, আমদানি ও উৎপাদন বন্ধের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন দৈনিক আল ইহসান পত্রিকার সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান। আবেদনকারীর পক্ষে মঙ্গলবার (৩০ জানুয়ারি) আমি রিট আবেদনটি করেছি।

রিটটি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন: ফের বাড়ল এলপিজি গ্যাসের দাম

news24bd.tv/তৌহিদ