বিশ্বকাপ বাছাই প্রস্তুতি নিতে সৌদি আরব যাচ্ছে বাংলাদেশ

ক্যাম্পে অনুশীলন করছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা (ছবি: নিউ এইজ)

বিশ্বকাপ বাছাই প্রস্তুতি নিতে সৌদি আরব যাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি নিতে, কন্ডিশনিং ক্যাম্প করতে আগামী ২ মার্চ সৌদি আরবে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

সৌদির আল তাইফ শহরের কিং ফাহাদ স্টেডিয়ামে হবে বাংলাদেশ দলের ক্যাম্পটি। ২-১৭ মার্চ পর্যন্ত সেখানেই অবস্থান করবে বাংলাদেশ। আগামী ২৫ ফেব্রুয়ারি দল ঘোষণার কথা রয়েছে।

দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করা হচ্ছে খরচও সৌদি ফেডারেশন থেকে বহন করা হবে।

আরও পড়ুন: বসুন্ধরা কিংসের বিপক্ষে জিতেছে মোহামেডান

আগামী মার্চে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে। ফিলিস্তিনের অনুরোধে আগে অ্যাওয়ে ম্যাচ খেলে তারপর কিংস অ্যারেনায় অন্য ম্যাচটি খেলবে বাংলাদেশ। আগামী ২৬ মার্চ কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে হোম ম্যাচটি।

উল্লেখ্য, গত বছর সৌদিতে প্রায় তিন সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছিলো বাংলাদেশ ফুটবল দল। যার সুফল হিসাবে সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলেছিলো বাংলাদেশ। এমনটাই দাবি করেছিলো ফুটবলার এবং কোচ।

news24bd.tv/SC