রূপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে মোংলায় এসটি সোফিয়া

মোংলা বন্দরে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এসটি সোফিয়া

রূপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে মোংলায় এসটি সোফিয়া

বাগেরহাট প্রতিনিধি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ২ হাজার ৪৭৮টি প্যাকেজে ১ হাজার ৬৮১ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরে এসেছে বিদেশি জাহাজ। রোববার সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা ৫৮তম চালানের এসব মেশিনারিজ পণ্য বন্দরের ৫ নম্বর জেটিতে খালাস কাজ শুরু হয়েছে।

শনিবার রাতে লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এসটি সোফিয়া রাশিয়া থেকে এসব মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরে নোঙ্গর করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, লাইব্রেরিয়ার পতাকাবাহী জাহাজ এসটি সোফিয়া গত ৫ জানুয়ারি রাশিয়ার সেন্ট পিটার্সবাগ বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

পণ্যবাহী জাহাজটি শনিবার রাতে বন্দরের ৫ নম্বর জেটিতে নোঙ্গর করে। রোববার সকাল থেকে ২ হাজার ৪৭৮টি প্যাকেজে ১ হাজার ৬৮১ মেট্রিক টন মেশিনারিজ পণ্য ৫ নম্বর জেটিতে খালাস কাজ শুরু হয়। বন্দর জেটিতে সেই পণ্য খালাস করে সড়ক পথে নেওয়া হবে পাবনায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। আগামী বুধবারের মধ্যে সমুদয় পণ্য খালাস করে মোংলা বন্দর ত্যাগ করবে জাহাজটি।

আরও পড়ুন: মেট্রোরেল চলাচল বন্ধ

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক