কর্মের মাধ্যমে মানুষের মনে ছাপ রাখতে চান নির্মাতা রবিউল!

সংগৃহীত ছবি

কর্মের মাধ্যমে মানুষের মনে ছাপ রাখতে চান নির্মাতা রবিউল!

অনলাইন ডেস্ক

একজন নাট্য নির্মাতা ও সাংস্কৃতিক কর্মীর পাশাপাশি মো. রবিউল সিকদারকে অনেকেই মানবতাবাদী কাজের জন্য চিনে থাকেন। বিগত প্রায় ১৫ বছর ধরে রাজধানীর উত্তরার আশপাশের প্রায় ৪০-৫০ জন এতিম অসহায় পথ শিশুদের পড়ালেখাসহ অন্যান্য বিষয়গুলো দেখাশুনা করেন তিনি।

সিনেমা নির্মাণ কাজের বাইরে তিনি যে সময় পান তা এতিম শিশুদের সঙ্গে কাটান। তার প্রথম নাটক 'পাইন্যা ভুতের প্রেম'।

এরপর একে একে তিনি 'সিএনজি ড্রাইভার', 'মনের গুপ্তচর', 'কাগজের মানুষ', 'চাইচাপা আগুন', 'পাথর মন', 'অবলম্বন', 'ময়লার মোড়', 'জুতা চোর মকবুল', 'বাবার কষ্টের টাকা', 'হাট টুডু'-সহ আরও অনেক জীবনধর্মী গল্প নিয়ে নাটক রচনা করেছেন তিনি। ফরিদপুরের বোয়ালমারীর তেঁতুলিয়া গ্রামের মোঃ হাসান সিকদারের ও আনোয়ার বেগমের (মৃত) ছোট সন্তান মোঃ রবিউল সিকদার।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) তার জন্মদিন। জন্মদিনটিও তিনি কাটিয়েছেন এতিম অসহায় শিশুদের নিয়ে।

নিজ মায়ের সদকা হিসেবে এই কাজ মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও জানান, গতানুগতিক ধারার বাইরে বাস্তবধর্মী গল্প নিয়ে আমি কাজ করি। দেশ, মানুষের জন্য যা কিছু করা সম্ভব তা নাটক কিংবা চলচ্চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। সংস্কৃতি চর্চার এবং নাট্যতত্ত্বের বাইরে গিয়ে সাময়িক সময়ের জন্য ভাইরাল হওয়া যায় কিন্তু টিকে থাকা যায়না।

news24bd.tv/SC