এবার বইয়ের দাম কিছুটা বেশি, অভিযোগ পাঠকের

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টল--সংগৃহীত ছবি।

এবার বইয়ের দাম কিছুটা বেশি, অভিযোগ পাঠকের

রোববার কর্মদিবস থাকলেও অমর একুশে গ্রন্থমেলায় বইপ্রেমীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। কাজ শেষে সময় বের করে অনেকেই এসেছেন প্রিয় লেখকের বই কিনতে। বর্তমান যুগে বিভিন্ন ধরনের ডিভাইস হাতের কাছে থাকলেও বই পড়ার বিকল্প নেই বলে মনে করেন মেলায় আগত অভিভাবকরা। তবে এবার তূলনামূলক বইয়ের দাম কিছুটা বেশি বলে অভিযোগ করছেন পাঠকরা।

ক্রেতা দর্শনার্থীদের সমাগম বাড়লেও মেলার বিভিন্ন স্টল সাজানোর কাজ চলছে এখনও। চতুর্থদিনে মেলায় নতুন বইয়ের সংখ্যা দুইশো এর কাছাকাছি।
আবার কোনও স্টলে বিক্রয়কর্মীরা বসে আছেন আপন মনে। কোনও স্টলে নিজেদের মধ্যে গল্প করছেন তারা।
তবে কমবেশি সব স্টলেই বই বিক্রি হচ্ছে বলে জানান বিক্রয়কর্মীরা।
মাওলা  প্রকাশনীর বিক্রয়কর্মী অয়ন হোসেন বলেন ‘মেলার প্রথম দিকে পাঠক-দর্শক কম থাকে। তবে গত তিনদিন থেকে পাঠক-দর্শনার্থী বেশি ছিল। সবারই কম বেশি বিক্রি হচ্ছে। ’
আগামীকাল সোমবার ( ৫ ফেব্রুয়ারি) থেকে বইমেলায়  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামে প্রাপ্ত স্টল থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টল ( ৮১১- ৮১২) এর শুভ উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: হুমায়ুন কবীর চৌধুরী। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

news24bd.tv/ডিডি