স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহবান স্বাস্থ্যমন্ত্রীর

সংগৃহীত ছবি

স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহবান স্বাস্থ্যমন্ত্রীর

নিউজ টোয়েন্টিফোর হেলথ

‘বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশের স্বাস্থ্যখাতে আরো অর্থ বরাদ্দ বৃদ্ধি করা দরকার। এছাড়াও অন্যান্য স্বাস্থ্যসেবা খাতে প্রয়োজনীয় সহোযোগিতাও বৃদ্ধি করা উচিত। ’ 

আজ (৪ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক প্রাক্টিস ম্যানেজার ড. ফেং ঝাউয়ের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ সভায় এমন অনুরোধ জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সহোযোগিতা বৃদ্ধি করা বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

news24bd.tv/health