কুষ্টিয়ায় মরদেহ টুকরো করা ৬ আসামির রিমান্ড আবেদন

রিমান্ড আবেদন করা ৬ আসামি

কুষ্টিয়ায় মরদেহ টুকরো করা ৬ আসামির রিমান্ড আবেদন

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

কুষ্টিয়ায় হত্যার পর মরদেহ ১০ টুকরো করার ঘটনায় অভিযুক্ত ৬ আসামিকে আদালতে নেওয়া হয়েছে। আসামীদের প্রত্যেকের জন্য ৬ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তাদের কুষ্টিয়া সদর আমলি আদালতের বিচারক মাহমুদা সুলতানার এজলাসে উপস্থাপন করা হয়।

আরও পড়ুন: অস্ত্র ঠেকিয়ে পাওনা টাকা আদায়ের চেষ্টা, পাওনাদার গ্রেপ্তার

আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া শুরু করেছেন বিচারক।

আদালতে নেওয়া আসামিরা হলেন, এস কে সজীব, সজল, ইফতি, জহির, ফয়সাল ও লিঙ্কন। এর মধ্যে ছাত্রলীগের বহিষ্কৃত নেতা এসকে সজীবকে আদালতে তোলার সময় চিৎকার করে বলতে শোনা যায়- আমি খুন করার সময় ছিলাম না। আমি খুনের সঙ্গে জড়িত নই, অন্য আসামিদের কাছে শুনলেই জানা যাবে। সেসময় ডিবি পুলিশ তাকে জোর করে টেনে নিয়ে যায়।

আসামিদের ফরোয়ার্ডিংয়ে ভুল থাকায় তা সংশোধন করার নির্দেশ দিয়েছেন আদালত। এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, ফরোয়ার্ডিংয়ের ত্রুটি আদালতের নির্দেশে সংশোধন করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি নিখোঁজ হন নিহত মিলন। তিন দিন পর ৩ ফেব্রুয়ারি পদ্মার চর থেকে মিলনের টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা করেন নিহতের মা শেফালি খাতুন।

news24bd.tv/SC