ময়মনসিংহে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

ময়মনসিংহ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল।

ময়মনসিংহে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি আভিযানিক দল।

গোপন নজরদারী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এটিইউ ময়মনসিংহ বিভাগীয় টিমের সহায়তায় রোববার (২ ফেব্রুয়ারি বিকেল আনুমানিক পৌনে ৫টায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন ধুরাইল বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: ড. ইউনূসকে গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

গ্রেপ্তারকৃত সদস্যের নাম মো. আমিনুল ইসলাম (২৫)। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বাগিচাপুর গোরস্থান বাজার গ্রামের ফয়জুল হকের ছেলে।

গ্রেপ্তারকালে তার কাছ থেকে উগ্রবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং  দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

আমিনুল দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আইডি ব্যবহার করে জঙ্গি প্রশিক্ষণ ভিডিও, জিহাদের ময়দানে শরিক হবার আহ্বানসহ বিভিন্ন উগ্রবাদী কন্টেন্ট নিয়মিত পোস্ট ও শেয়ারের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এবিটির পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি অনলাইন প্লাটফর্মে দাওয়াতি কার্যক্রম পরিচালনার মাধ্যমে এবিটির সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে জনসমর্থন আদায় ও নতুন সদস্য সংগ্রহের তৎপরতা অব্যাহত রেখেছিলেন।

আমিনুলের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯(৩)/১৩ ধারায় শনিবার (৩ ফেব্রুয়ারি) একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

news24bd.tv/ab