বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী

বিজিবির নতুন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী

অনলাইন ডেস্ক

মিয়ানমারে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক গোলাগুলি ও বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। এর মাঝেই জান্তা বাহিনীর ৬৬ সদস্য বাংলাদেশে প্রবেশ করে বর্ডার গার্ড বাংলাদেশের কাছে এসে আত্বসমর্পণ করে আশ্রয় নিয়েছে। যার মধ্যে ১০ জন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

এ অবস্থায় বিজিবির নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

বাহিনীটির নুতন ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

সোমবার (৫ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

সেনা কর্মকর্তা আশরাফুজ্জামানকে এ নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে বিজিবির মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

তিনি এক বছর বিজিবির মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

আরাও পড়ুন: মিয়ানমারে তুমুল যুদ্ধ: বাংলাদেশে ঢুকল ৬৬ বিজিপি সদস্য

news24bd.tv/তৌহিদ