বগুড়ায় চালকলে খাদ্যমন্ত্রীর আকস্মিক অভিযান

বগুড়ার শেরপুরে একটি স্বয়ংক্রিয় চালকলে আকষ্মিক অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বগুড়ায় চালকলে খাদ্যমন্ত্রীর আকস্মিক অভিযান

বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরে একটি স্বয়ংক্রিয় চালকলে আকষ্মিক অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ায় মতবিনিময় সভা শেষে সড়ক পথে  ঢাকা যাওয়ার সময় বিকেলে জেলার শেরপুর শেরুয়া এলাকায় অভিযান চালান তিনি। এ সময় ফুডগ্রেড লাইসেন্স না থাকায় খাদ্যমন্ত্রীর নির্দেশে তুলি অটো রাইস মিল নামে একটি চালকল গুদামসহ সিলগালা করা হয়।

অভিযান চলাকালে খাদ্য অধিদপ্তর ও মন্ত্রনালয়ের কর্মকর্তা, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: যশোরে ৪ সহস্রাধিক ইয়াবাসহ নারী আটক

এর আগে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী। জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

শেরপুরে অভিযান বিষয়ে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা ইয়াসমিন জানান , তুলি অটো সেমি রাইস মিল ইতোপূর্বে সরকারের সাথে চুক্তি নবায়ন না করায় তাদের লাইসেন্স বাতিল হয়েছে। যেহেতু তাদের লাইসেন্স নেই সেহেতু ধান-চাল মজুদ করা বেআইনি।

এ কারনে মন্ত্রী মহোদয়ের নির্দেশে এটি সিলগালা করা হয়েছে। এছাড়া অন্য একটি রাইস মিলে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।