নামিবিয়ার নতুন প্রেসিডেন্ট এমবুম্বা

নাঙ্গোলো এমবুম্বা।

নামিবিয়ার নতুন প্রেসিডেন্ট এমবুম্বা

নিজস্ব প্রতিবেদক

আফ্রিকার দেশ নামিবিয়ায় নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট নাঙ্গোলো এমবুম্বা। পূর্বসূরি হেগে গেইঙ্গোবের মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা পরেই এ দায়িত্ব নেন তিনি।

দেশটির রাজধানী উইন্ডহোকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে হেগে গেইঙ্গোব (৮২) মারা যান।  

নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া গেইঙ্গোব ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

গত মাসে জাতীয় উদ্দেশে দেয়া ভাষণে গেইঙ্গোব ক্যান্সারে আক্রান্তের বিষয়টি প্রকাশ করেন। জাতি একজন স্বাধীনতার সৈনিককে হারালো বলে মন্তব্য করেছেন নতুন প্রেসিডেন্ট এমবুম্বা।

আরও পড়ুন: নামিবিয়ার প্রেসিডেন্ট হেগে গেইঙ্গোবের মৃত্যু

গেইঙ্গোবের মৃত্যুর পরেই তার স্থলাভিষিক্ত হিসেবে শপথ নিয়েছেন এমবুম্বা। চলতি বছরের শেষের দিকে নির্বাচন না হওয়া পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

দায়িত্ব নিয়ে এমবুম্বা বলেন, 'আমি আগামী নির্বাচন নিয়ে এতটা উদগ্রীব নই। তাই আপনারা উত্তেজিত হবেন না। ' সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর মাত্র ১৫ ঘণ্টা পরেই রাষ্ট্রীয় ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পূর্বসূরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, 'সংবিধানের প্রধান স্থপতি রাষ্ট্রপতি গেইঙ্গোবের নেতৃত্বের কারণে আমাদের জাতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। তার প্রতি শ্রদ্ধা। '

news24bd.tv/FA