৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল শুরু

ফাইল ছবি

৭ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল শুরু

অনলাইন ডেস্ক

ঘন কুয়াশায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরি ঘাটে ফেরি চলাচল। সোমাবর (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন।  

এর আগে রাত দেড়টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ হয়।

বিআইডব্লিউটিসি’র সূত্রে জানা যায়, শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ৫টি ফেরি ট্রাফিকে রয়েছে।

আরও পড়ুন: যমুনার ফসলি জমি কেটে বিক্রির অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

গাড়ির চাপ না থাকায় প্রতিদিন রোস্টার অনুযায়ী ৩টি ফেরি চলাচল করছে। ঘুন কুয়াশায় চলাচল বিঘ্ন ঘটায় ফেরি চলাচল বন্ধ করা হয়। কুয়াশা ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

ইকবাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে রাত দেড়টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।

news24bd.tv/DHL