টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি

সংগৃহীত ছবি

টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি

অনলাইন ডেস্ক

টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি। আগামী শুক্রবার শুরু হবে বিশ্ব তাবলীগ জামাতের বার্ষিক মহাসম্মেলন এর দ্বিতীয় পর্ব।

রোববার দুপুরের আগে যে কোনো সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে প্রথম পর্বের মুসল্লিরা আখেরি মোনজাতের পর পর ময়দান ত্যাগ করতে শুরু করেছেন।

রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের পর গাড়ি সংকটের কারণে যাদের ময়দান ত্যাগ করতে একটু বিলম্ব হয়েছে, তারা আজ সকাল সকাল ময়দান ছেড়ে দেবেন।

আগামীকাল মঙ্গলবার বিকালে প্রশাসনের উপস্থিতিতে দ্বিতীয় পর্বের আয়োজক কমিটি সাদ অনুসারীদের নিকট ময়দান বুঝিয়ে দেবেন প্রথম পর্বের আয়োজক কমিটি।

আরও পড়ুন: ইজতেমা শেষে মানুষের ঢল, মেট্রোরেলের উত্তরা উত্তরের ফটক বন্ধ

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আমরা মাঠ বুঝে পাওয়ার পর আমাদের মতো করে সাজাবো। যাতে মুসল্লিদের কোন অসুবিধা না হয়।

ইনশাআল্লাহ আগামী শুক্রবার দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে। রবিবার দুপুরের পূর্বে যে কোন সময় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক