শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

পঞ্চমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক চিঠির মাধ্যমে রামাফোসা এই শুভেচ্ছা বার্তা পাঠান।

চিঠিতে রামাফোসা বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের পক্ষ থেকে পুনরায় নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের সাথে সম্পর্ককে দক্ষিণ আফ্রিকা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে, এবং আমাদের দুই দেশের সম্পর্কের ভিত্তি ভাতৃত্ববোধ, বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর প্রতিষ্ঠিত।

আরও পড়ুন: মূল্য শুল্কায়নে দ্বৈত নীতিতে সরকার, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

রামাফোসা আরও বলেন, আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হওয়ার পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে আমি সন্তুষ্ট। গত আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ব্রিকস-আফ্রিকা আউটরিচ এবং ব্রিকস প্লাস ডায়লগে অংশ নেয়ার মধ্য দিয়ে আমাদের উষ্ণ সম্পর্কই প্রতিফলিত হয়েছে।

চিঠিতে রামাফোসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারিরীক সুস্থতা এবং বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

news24bd.tv/ab