তুমব্রু রাইট ক্যাম্প দখলে চলছে বিমান হামলা

তুমব্রু রাইট ক্যাম্প দখলে চলছে বিমান হামলা

নিজস্ব প্রতিবেদক

মিয়ানমার সীমান্তে তুমব্রুর সেই রাইট ক্যাম্প লক্ষ্য করে বিমান হামলা চলছে। একইসাথে হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়া হচ্ছে ক্যাম্পে।

জান্তা সেনাদের আঘাত রুখতে পাল্টা গুলি ছুঁড়ছে আরাকান আর্মিরা। পুরো এলাকায় বিমান হামলা ও গোলাগুলির শব্দে অস্থির হয়ে উঠছে।

এদিন সকালে জান্তা বাহিনীর আরও ২৭ জন সৈন্য বাংলাদেশে প্রবেশ করেছে।

আরও পড়ুন: বিজিবির নতুন ডিজি আশরাফুজ্জামান সিদ্দিকী

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মোট ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করলো।

news24tv/FA

এই রকম আরও টপিক