নতজানু পররাষ্ট্র নীতির কারণে সীমান্ত অরক্ষিত : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নতজানু পররাষ্ট্র নীতির কারণে সীমান্ত অরক্ষিত : রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতজানু পররাষ্ট্র নীতির কারণে বাংলাদেশের সীমান্ত অরক্ষিত অবস্থায় রয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) নয়াপল্টনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ৭ জানুয়ারির একতরফা নির্বাচনকে আমেরিকা স্বাগত জানায়নি বা স্বীকৃতি দেয়নি।  তারা বার বার পরিস্কার করে বলছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি।

তারা সরকার টু সরকার বা জনগণের সাথে কাজ করতে চায়।

আরও পড়ুন: মিয়ানমার থেকে নতুন কাউকে ‘অ্যাফোর্ড’ করা হবে না: ওবায়দুল কাদের

রিজভী আরও বলেন, রাশিয়া বা চীনের সাথেও তো আমেরিকা কাজ করছে। তার মানে এই নয় যে আমেরিকা এই দুই দেশের সকল আচরণ গ্রহণ করে নিয়েছে।

এদিকে, মিয়ানমার প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার ইস্যুতে আর কোনো উদারতা দেখানো সম্ভব নয় এবং সেখান থেকে নতুন কেউ বাংলাদেশে এলে তাকে গ্রহণ করা হবে না।

এ সময় বিএনপির সরকার হটানোর আন্দোলন সম্পর্কে কাদের প্রশ্ন তোলেন- বাইডেন এক সাথে কাজ করার অঙ্গীকার জানানোর পরে বিএনপি এখন কি করবে? তাদের এখন কি বলার আছে? ক্ষমতায় বসানোর জন্য কে আসবে? ক্ষমতা থেকে হটানো বা ক্ষমতায় আসার সহায়তা কে করবে?

news24bd.tv/ab