‘জাবিতে ধর্ষণ রাজনৈতিক স্বেচ্ছাচারিতার প্রতিচ্ছবি’

জাবিতে সংঘটিত ধর্ষণের ঘটনা রাজনৈতিক স্বেচ্ছাচারিতার প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

‘জাবিতে ধর্ষণ রাজনৈতিক স্বেচ্ছাচারিতার প্রতিচ্ছবি’

নিজস্ব প্রতিবেদক

জাবিতে সংঘটিত ধর্ষণের ঘটনা রাজনৈতিক স্বেচ্ছাচারিতার প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। সোমবার (৫ ফেব্রুয়ারি) বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে তারা এরুপ মন্তব্য করেন।

এ সময় ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। বলেন, রাজনৈতিক স্বেচ্ছাচারিতার প্রতিচ্ছবি এই ধর্ষণ।

তা নাহলে ছাত্রলীগ নেতা মোস্তাফিজ এতো দুঃসাহস দেখিয়ে দলবদ্ধ ধর্ষণের নেতৃত্ব দিতো না।

আরও পড়ুন: সুবর্ণচরে সংঘবদ্ধ ধর্ষণ: ১০ জনের ফাঁসি, ৬ জনের যাবজ্জীবন

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং ঘটনার সাথে যে বা যারা যেভাবে যতটুকুই জড়িত থাক না কেন কেউই যেন পার পেয়ে না যায় সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে আহ্বান জানান।

এই রকম আরও টপিক