মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২

মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২

অনলাইন ডেস্ক

বান্দরবানের ঘুমধুম সীমান্তের জলপাইতলীতে মিয়ানমার থেকে ছোঁড়া মর্টারশেলের আঘাতে এবার মৃত্যুর ঘটনা ঘটেছে।  মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ের চলা এই হামলায় এক বাংলাদেশি এবং এক রোহিঙ্গা নিহত হয়েছে। নিহত বাংলাদেশির নাম হোসনে আরা (৫৫)।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১৫ উপ অধিনায়ক (মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত হোসনে জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। আর আনুমানিক ৬৫ বছর বয়সী ওই রোহিঙ্গা ব্যক্তির নাম জানা যায়নি। তিনি প্রায় ১৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন।

তিনি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য খালেদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

news24bd.tv/SHS