জাবিতে ধর্ষণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবিতে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা - নিউজ টোয়েন্টিফোর

জাবিতে ধর্ষণের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ধর্ষণ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী।

আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে এ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতা যখন গর্হিত অপরাধ করে পার পেয়ে যাওয়ার নিশ্চয়তা দেয়, তখনই কোনো ব্যক্তি ধর্ষণ করে। ধর্ষক উৎপাদনের প্রধান কারণ বিচার না হওয়া। দেশের বিচার ব্যবস্থা আরও শক্তিশালী করে ধর্ষকদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে, সমাবেশ শুরুর আগে ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়ায় সেখানে উপস্থিত হয় রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কিছু নেতাকর্মী। পরে তাদেরকে এ ধরনের স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ জানান তারা।

news24bd.tv/SHS