খুলনায় উচ্ছেদ অভিযানে হামলা, গাড়ি ভাঙচুর

খুলনায় বিআইডব্লিউটিএ’র অবৈধ দখল উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া হয় - নিউজ টোয়েন্টিফোর 

খুলনায় উচ্ছেদ অভিযানে হামলা, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার পশ্চিম রূপসা এলাকায় অবৈধ দখল উচ্ছেদ অভিযানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা-কর্মচারিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে গাড়ি ভাংচুর ও বিআইডব্লিউটিএ’র তিন কর্মচারি আহত হয়েছেন। বিআইডব্লিউটিএ খুলনার উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিআইডব্লিউটিএ’র ম্যাজিস্ট্রেট তাসলিমা আক্তারের নেতৃত্বে স্কেভেটর দিয়ে অভিযান চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, প্রায় ৪০/৪৫ বছর ধরে স্থানীয় কাঠ ব্যবসায়ীরা পশ্চিম রূপসা নদীর তীরে কাঠের ব্যবসা চালিয়ে আসছেন। ২০০৭ সাল থেকে তারা ব্যবসার ওই স্থান বন্দোবস্ত দেয়ার আবেদন করলেও বিআইডব্লিউটিএ তাতে সাড়া দেয়নি। উপরন্তু ১০ জানুয়ারি ওই স্থান থেকে তাদের উচ্ছেদ করার জন্য নোটিশ প্রদান ও ৪ ফেব্রুয়ারি মাইকিং করে ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়।

বিআইডব্লিউটিএ খুলনার উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিয়মমাফিক অভিযানে গেলে অবৈধ ব্যবসায়ী-শ্রমিকরা হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও তিন কর্মচারিকে মারধর করে আহত করে।

এ বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।

news24bd.tv/SHS