গ্র্যামির মঞ্চে টেলর সুইফটের রেকর্ড

গ্র্যামির মঞ্চে টেলর সুইফটের রেকর্ড

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়ে গেল 'গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪'। গ্র্যামির ৬৬তম আসরে নতুন এক রেকর্ড গড়লেন জনপ্রিয় গায়িকা টেলর সুইফট। এবার নিয়ে চতুর্থবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন তিনি।

মনোনয়ন ঘোষণার পর থেকেই আলোচনায় ছিলেন এই গায়িকা।

‘মিডনাইটস’ অ্যালবামের জন্য এবারের গ্র্যামিতে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন টেলর

এর আগে চারবার এ পুরস্কার পাননি আর কোনো শিল্পই। চারবার ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতে স্টিভি ওয়ান্ডার, পল সাইমন ও ফ্রাঙ্ক সিনাত্রার রেকর্ড ভেঙে দিলেন সুইফট। আসরে সুইফটের হাতে পুরস্কার তুলে দেন সেলেন ডিওন।

পুরস্কার জেতার পর সুইফট নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘এই পুরস্কার আমাকে ভাসিয়ে দিয়েছে।

যারা আমাকে ভোট দিয়েছে, এটা তাদেরও আনন্দিত করবে।

একনজরে গুরুত্বপূর্ণ বিভাগে গ্র্যামি অ্যাওয়ার্ডস এর বিজয়ীদের তালিকা দেখে নিন- 

রেকর্ড অব দ্য ইয়ার: মাইলি সাইরাস (ফ্লাওয়ার্স)

অ্যালবাম অব দ্য ইয়ার: টেইলর সুইফট (মিডনাইটস)

আরও পড়ুন: গ্র্যামি অ্যাওয়ার্ডস জিতলেন যারা

বেস্ট নিউ আর্টিস্ট: ভিক্টোরিয়া মোনেট

সং অব দ্য ইয়ার: বিলি আইলিশ, ‘হোয়াট ওয়াজ আই মেড ফর?’ (‘বার্বি’ সিনেমার গান)

বেস্ট পপ অ্যালবাম: টেইলর সুইফট (মিডনাইটস)

বেস্ট আরঅ্যান্ডবি সং: সিজা, ‘স্নুজ’

আরও পড়ুন: গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন!

বেস্ট কান্ট্রি অ্যালবাম: লায়নি, ‘বেল বটম কান্ট্রি’

বেস্ট পপ সলো পারফরম্যান্স: মাইলি সাইরাস, ‘ফ্লাওয়ার্স’

আরও পড়ুন: গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন শঙ্কর মহাদেবন ও জাকির হুসেন!

বেস্ট প্রোগ্রেসিভ আরঅ্যান্ডবি অ্যালবাম: সিজা, ‘এসওএস’

বেস্ট আরঅ্যান্ডবি অ্যালবাম: ভিক্টোরিয়া মোনেট, ‘জাগুয়ার ২’

বেস্ট র‍্যাপ অ্যালবাম: কিলার মাইক, ‘মাইকেল’

বেস্ট রক সং: বয়জিনিয়াস, ‘নট স্ট্রং এনাফ’

news24bd.tv/TR